নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর ২ মামলায় জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানো পাঁচ মামলার মধ্যে দুটিতে আদালত জামিন নামঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।
এদিন আদালতে জামিন শুনানি হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনা এবং ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায়।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বলেন, ‘নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় আদালত আইভীর জামিন নামঞ্জুর করেছেন।’
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ‘দুই মামলায় এজাহারে আইভীর নাম না থাকা সত্ত্বেও আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই বিষয়ে উচ্চ আদালতে যাব।’ উল্লেখ্য, হাইকোর্ট ইতোমধ্যেই পাঁচটি মামলায় আইভীকে জামিন দিয়েছে। নতুন করে তাকে আরও পাঁচ মামলায় যুক্ত করা হয়েছে, যেগুলোর কোনোোটিতেই তার নাম নেই।
এর আগে গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন। পরে তাকে আরও চারটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। এরপর ১৮ নভেম্বর একই বেঞ্চ পাঁচটি মামলায় তার গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
ইমতিয়াজ আহমেদ/এআরএস

