Logo

আইন ও বিচার

আবু সাঈদ হত্যা : আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫

আবু সাঈদ হত্যা : আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে তার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্যানেলের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন জানিয়েছে, সকাল ১০টার পর ২২ নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ।

এ মামলায় এখন পর্যন্ত ৩০ আসামির বিরুদ্ধে বিচার চলছে। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ জন পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা লড়ছেন।

এর আগে ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আজকের দিন সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে ২৩ নভেম্বর আবু সাঈদকে হাসপাতালে নিয়ে যাওয়া এক শিক্ষার্থী জবানবন্দি দেন। 

গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। একই দিনে সাংবাদিক মঈনুল হকও জবানবন্দি দেন। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এর আগে ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

তদন্ত প্রতিবেদন জমা পড়ে ২৪ জুন। মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম এগোচ্ছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর