পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ‘পরিত্যক্ত’ ঘোষণা, হস্তান্তরের নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর রাজধানীর গুলশান-২ এ অবস্থিত বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশে সাক্ষর করেন।
রায়ে উল্লেখ করা হয়, মুর্শেদীর দখলে থাকা বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’। এক বছরেরও বেশি সময় পর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।
একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী।
গত বছর রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বাড়িটি তিন মাসের মধ্যে সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে বাড়ির দখল বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ৯০ দিনের মধ্যে বাড়ির দখল গ্রহণ এবং ভবনটি কোনো ব্যক্তিকে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
ওই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত বলে উল্লেখ করে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ৩০ অক্টোবর রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এমবি

