Logo

আইন ও বিচার

শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম ফাহমিনা খন্দকার আন্নার আদালতে শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ। আদালত শুনানি শেষে তা অর্ধেক কমিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শুনানিকালে শওকত মাহমুদ আদালতে হাজির ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন, হারুনুর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শওকত মাহমুদের পক্ষে তার আইনজীবী শফিউজ্জামান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীও গ্রেপ্তার হয়েছেন।

রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত রোববার তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। মূলনথি না থাকায় তখন শুনানি হয়নি। বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য দিন ঠিক করে তাকে কারাগারে পাঠানো হয়।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর