Logo

আইন ও বিচার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৪৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫৩

সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৪৩

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। এ অভিযানে ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানটি গত শনিবার রাত থেকে শুরু হয়েছে। দুই দিনে সারাদেশে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আওতায় ৯০৭ জন আটক রয়েছেন। অভিযানকালে ছয়টি অস্ত্রও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল স্টেনগান।

এআইজি-মিডিয়া জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে যারা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে চায়, তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং ফ্যাসিস্ট শক্তি দমনে এ অভিযান শুরু করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের পর ‘অপারেশন ডেভিল হান্ট’ এর প্রথম পর্যায় শুরু হয়। এবার তার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের অভিযান হাতে নেওয়া হয়েছে। সামাজিক ও সংবাদমাধ্যমে এই অভিযান নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে, যেখানে অনেকেই আইনশৃঙ্খলার উন্নতির আশা প্রকাশ করেছেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর