মানবতাবিরোধী অপরাধ
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১
কোলাজ : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত অন্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন অভিযোগে উল্লেখ করেছে, অভিযুক্তরা জুলাই গণঅভ্যূত্থানের সময় সরকারবিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতন ও গুমের ঘটনায় জড়িত ছিলেন। এখন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার পরবর্তী শুনানি শুরু করবে।
এমএইচএস

