একই গর্ভের দুই বোনকে বিয়ে
মুসলিম ও হিন্দু আইনে কী বলে?
বায়েজিদ তাশরিক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯
বিয়ে কেবল সামাজিক বন্ধন নয়, এটি একটি আইনগত সম্পর্কও। তাই কার সঙ্গে বিয়ে বৈধ বা অবৈধ-তা নির্ধারণে ধর্মীয় বিধান ও রাষ্ট্রীয় আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি আলোচনায় এসেছে প্রশ্নটি-একই গর্ভের দুই বোনকে (সহোদরা) কি একজন পুরুষ বিয়ে করতে পারেন?
মুসলিম আইনের দৃষ্টিতে:
বাংলাদেশে মুসলমানদের পারিবারিক বিষয়াদি কোরআন-হাদিস ও মুসলিম পারিবারিক আইনের আলোকে পরিচালিত। ইসলামি আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, একই সময়ে দুই সহোদরা বোনকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। কোরআনের সুরা নিসা (২৩ নম্বর আয়াত) অনুযায়ী, দুই বোনকে একসঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করা নিষিদ্ধ। তবে যদি একজন স্ত্রীর মৃত্যু ঘটে বা বৈধভাবে তালাক সম্পন্ন হয়ে ইদ্দতকাল শেষ হয়, তাহলে তার সহোদরা বোনকে বিয়ে করা ইসলামি আইনে নিষিদ্ধ নয়। অর্থাৎ, একসঙ্গে নয়-পরপর বিয়ের সুযোগ রয়েছে নির্দিষ্ট শর্তে।
হিন্দু আইনের দৃষ্টিতে:
বাংলাদেশে হিন্দুদের পারিবারিক বিষয়াদি হিন্দু আইন ও ধর্মীয় প্রথা দ্বারা নিয়ন্ত্রিত। হিন্দু আইনে বহুবিবাহ নিষিদ্ধ এবং সহোদরা বোনের সঙ্গে বিবাহ সম্পূর্ণভাবে অবৈধ ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এমনকি একজন স্ত্রীর মৃত্যু হলেও তার সহোদরা বোনকে বিয়ে করার বৈধতা সাধারণভাবে স্বীকৃত নয়।
রাষ্ট্রীয় অবস্থান:
বাংলাদেশে পারিবারিক আইন ধর্মভিত্তিক। তবে মুসলিম ও হিন্দু উভয় আইনের অভিন্ন অবস্থান হলো, একই গর্ভের দুই বোনকে একসঙ্গে বিয়ে করা কোনো অবস্থাতেই বৈধ নয়।
বিকেপি/এনএ

