Logo

আইন ও বিচার

ই-সিগারেটসহ সব নতুন তামাকপণ্য নিষিদ্ধের আইন অনুমোদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭

ই-সিগারেটসহ সব নতুন তামাকপণ্য নিষিদ্ধের আইন অনুমোদন

ই-সিগারেটসহ সব ধরনের নতুন তামাকজাত পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বুধবার(২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রস্তাবিত এ অধ্যাদেশের মাধ্যমে বিদ্যমান ২০০৫ সালের আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে। অধ্যাদেশ জারির লক্ষ্যে দ্রুত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক ব্যবহার ক্যান্সারসহ নানা অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়। এ প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সুরক্ষায় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমোদিত সংশোধনী অনুযায়ী ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), হিটেড টোব্যাকো প্রডাক্ট (HTP)সহ সব উদীয়মান তামাকপণ্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হবে।

নিকোটিন পাউচকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞার আওতায় আনা হয়েছে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হবে। ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিজাইনেটেড স্মোকিং এরিয়া) রাখার বিষয়টি সরকারের নির্দেশনার ওপর নির্ভরশীল হবে।

পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণের সংজ্ঞা ও অধিক্ষেত্র বাড়ানো হয়েছে। বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে বিজ্ঞাপন, প্রচার ও প্রসার সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা বর্তমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ জায়গা জুড়ে ছাপাতে হবে।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর