ফেনী-২ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৯ জনের বৈধ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারীদের মধ্যে ৯ জনকে বৈধ ঘোষণা এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, রিটার্ন জমা না দেয়া বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব নবী প্রার্থিতা বাতিল, এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী ও মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।
বাকি মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন- গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির মো. মজিবুর রহমান ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঁইয়া, সমাজতান্ত্রিক দলের শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিস মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন, আমজনতার দলের সাইফুল করিম মজুমদার।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জনের বাতিল এবং ৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এনএ

