ওসমান হাদি হত্যা
চার্জশিটে আপত্তি থাকলে জাবেরকে আদালতে হাজিরের নির্দেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪১
আধিপত্যবাদবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া চার্জশিটে (অভিযোগপত্র) কোনো আপত্তি থাকলে মামলার বাদী আবদুল্লাহ আল জাবেরকে আগামী ১২ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গত বুধবার এই আদেশ দেন এবং এ বিষয়ে বাদীকে নোটিশ পাঠানো হয়েছে বলে আদালতের প্রসিকিউশন দপ্তর নিশ্চিত করেছে।
গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে চার্জশিট দাখিল করেন। এতে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং দাউদসহ ৬ জন পলাতক আছেন।
ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক সিপুসহ ১১ জন।প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং জেসমিন আক্তার।গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে প্রকাশ্যে গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে।
এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।তদন্ত কর্মকর্তা পলাতক ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন। এখন ১২ জানুয়ারি বাদী উপস্থিত হয়ে চার্জশিটের ওপর নারাজি দেবেন কি না, তার ওপর ভিত্তি করেই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে।
আইএইচ/

