কক্সবাজারের সাবেক মেয়র নুরুল আবছারকে অর্থ আত্মসাতের দায়ে ৫ বছরের কারাদণ্ড
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৬:১৭
ফাইল ছবি (সংগৃহীত)
অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত। আদালত তাকে আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের শাস্তিও দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রায় ঘোষণা করেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ জানান, আদালত নুরুল আবছারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। নুরুল আবছার জামিনে থেকে পলাতক রয়েছেন।
১৯৮৪ থেকে ১৯৮৯ সালের মধ্যে মেয়র থাকাকালীন সময়ে পৌরসভার বিভিন্ন কাজের জন্য আত্মসাৎ করা ২৯ লাখ ১৫০ টাকা নিয়ে ১৯৯১ সালে দুর্নীতি দমন ব্যুরো মামলা করেছিল। এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের তিনটি মামলায় নুরুল আবছারের প্রতিটিতে এক বছর করে সাজা দিয়েছিল।
মেয়র থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে মোট প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন মামলা হয়েছিল। আদালতের এই রায় নুরুল আবছারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি তদন্ত ও বিচার কার্যক্রমের ফলাফল হিসেবে এসেছে।
এমএইচএস

