আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৮
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলায় প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আদালত। আগামী ধার্য দিন থেকে সাক্ষ্য নেওয়া শুরু হবে।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে মামলার আসামিদের আদালতে আনা হয়।
মামলাটি গত ৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজের আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন না মেলায় ক্ষুব্ধ বিক্ষোভের ঘটনার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনের নাম থাকলেও এদিন ২৩ জন উপস্থিত থাকলেও ১৬ জন এখনও পলাতক।
অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টেরি বাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি, কে সি দে রোডসহ এলাকাগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।
সকাল সাড়ে ৮টায় আদালত ভবনের প্রধান প্রবেশ পথে পুলিশ ব্যারিকেড বসিয়ে প্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই করে। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর টহল দলও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এমবি

