হাইকোর্টের রায় স্থগিত : কুমিল্লা-২ আসনে ইসির নির্ধাতির সীমানা বহাল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:২৮
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। এর ফলে আসনের নির্বাচন ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। নতুন সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসন গঠিত হবে হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই স্থগিতাদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
এর আগে, ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত ইসির গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন। আদালত সেই রায়ে আসনটির সীমানা পূর্বাবস্থায় ফেরাতে ও ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে আবেদন করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
আইনজীবীদের মতে, আগে কুমিল্লা-২ আসনটি গঠিত ছিল মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে। নতুন সীমানায় হোমনা যুক্ত হয়েছে এবং মেঘনা সরিয়ে কুমিল্লা-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপিল বিভাগের আজকের রায়ের ফলে ইসির এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এমএইচএস

