Logo

আইন ও বিচার

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৯:১২

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন ও অটোরিকশাচালক সবুজকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলার চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মালবাহী ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে ওই বছরের ৩১ আগস্ট মামলা করেন নিহতের মা রীনা বেগম। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ২০ জন পলাতক রয়েছেন।

একই এলাকায় গত বছরের ৪ আগস্ট গুলিবিদ্ধ হন ২২ বছর বয়সী অটোরিকশাচালক সবুজ। ওইদিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সবুজের ভাই মনির হোসেন। গত বছরের ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় শেখ হাসিনাসহ ২১ জন পলাতক রয়েছেন।

আদালত আজ পৃথক দুই মামলার চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা ওবায়দুল কাদের আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর