Logo

আইন ও বিচার

নির্বাচন ও গণভোট বন্ধের রিট সরাসরি খারিজ হাইকোর্টে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫১

নির্বাচন ও গণভোট বন্ধের রিট সরাসরি খারিজ হাইকোর্টে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট বন্ধে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা একটি রিট সরাসরি খারিজ (সামারিলি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও আসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। তাঁদের সহায়তায় ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও মো. আহসান হাবীব।

শুনানি শেষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকার প্রচার করতে পারে কি না—মূলত এ প্রশ্নে রিটটি করা হয়েছিল। বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ অনুচ্ছেদ অনুসারে ইসি চাইলে নির্বাচন বন্ধ করতে পারে। এ জন্য নির্বাচন কমিশনকে ডিমান্ড জাস্টিস লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় রিটটি করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিধিমালা দেখিয়ে আবেদনকারী যে রিট করেছেন, তার কোনো সারবত্তা নেই। সরকার যা করছে, তা হলো ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে—এ বিষয়ে জনগণকে জানানো। এটিকে প্রচার বলা যায় না; এটি জনসচেতনতা তৈরি। তিনি বলেন, গণভোট একটি আলাদা নির্বাচন। রিটে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের প্রার্থনা করা হয়েছিল। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে, যা খারিজযোগ্য। শুনানি শেষে হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।

এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম আহমেদ রিটটি দায়ের করেন। রিটের সম্পূরক প্রার্থনায় বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট বন্ধে পদক্ষেপ নিতে বিবাদীদের (নির্বাচন কমিশন) নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনে ২০ জানুয়ারি রিট আবেদনকারীর পাঠানো নোটিশ নিষ্পত্তির নির্দেশনাও প্রার্থনা করা হয়েছিল।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর