Logo

জীবনানন্দ

কবিতা

বৃষ্টিবন্ধু

নাঈম রহমান

নাঈম রহমান

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

বৃষ্টিবন্ধু

বৃষ্টি আমায় ডাকে বৃষ্টি শেষে ছোট্টবেলায়,
কাদা পায়ে ঘাসের বুকে খেলায় খেলায়।
হোঁচট খেয়ে শামুক কেমন থমকে গিয়ে,
সন্ধ্যা হলে ঘরে ফিরি শার্ট ভিজিয়ে।

ততক্ষণে মায়ের বুকে শোকের বাহন,
আমার ছায়া দেখে ফেরে আনন্দক্ষণ।
আমি কেমন বায়না ধরি পড়ব না আজ,
বৃষ্টিতে আজ স্বপ্নপুরী আমার এ সাঁঝ।

ইচ্ছে করে জোনাক জমাই হাতের মুঠোয়,
অপেক্ষাতে পড়ার টেবিল কুপির আলোয়।

নাঈম রহমান : এক্সিকিউটিভ, কনটেন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশের খবর

  • বাংলাদেশের খবরের জীবনানন্দ (সাহিত্য) বিভাগে লেখা পাঠান এই মেইলে- bksahitya247@gmail.com 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর