Logo

জীবনানন্দ

কবিতা

গণতন্ত্র

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৩

গণতন্ত্র

আমাকে ফেরানোর পথে ওঁতপেতে আছে
একঝাঁক  বুনোফুলের বুলেট,
মৃত্যু ভয়ে হারিয়ে গিয়েছিলাম— 
সমাজতান্ত্রিক অষ্টকধর্মী মৌলের গাড়িতে।
সকালে মিছিল মাড়িয়ে, দুপুরে মুখ ভর্তি ধুপের ধূম
সন্ধ্যা নামার আগেই মার্ক্সিজমের সন্তুষ্টির বর্ণনা— 
হঠাৎ সন্ধ্যার প্রগাঢ়তা ভেদ করে এগিয়ে চললো
গণতন্ত্রের মুক্তি চাই,
শোষণ করতে চাই।
রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়... 
— রক্তে ভেসে গেলো নীল পদ্মের দেহ। 
—  দীর্ঘশ্বাস 
— রক্তস্রোত-পদ্মর স্নান হলো! 
গণতন্ত্র হত্যা করলো নিরীহ পদ্ম।
নিরীহ পদ্ম স্তুতি, প্রগাঢ় অন্ধকার,
নিষ্ক্রিয় গাড়ি এগিয়ে যাচ্ছে
গন্তব্য অচেনা।
হঠাৎ বন্ধ গাড়ি— 
বিশ্রামাগার মৃত্যুর বাড়িতে।

— ‘গণতন্ত্রের মুক্তি চাই,
পদ্ম আমার দলের
বিচার চাই’

মৃত্যুর সাথে গণতন্ত্রের গল্প— 
স্লোগানের শব্দে মৃত্যু হাসে 
— হো হো
সে এক ভয়ানক হাসি
হাসির শব্দ অন্তর্ভেদী..!

‘গণতন্ত্রের মুক্তি চাই
শোষণ করতে চাই।’

মেহেদী হাসান : সাংবাদিক

  • বাংলাদেশের খবরের জীবনানন্দ (সাহিত্য) বিভাগে লেখা পাঠান এই মেইলে- bksahitya247@gmail.com 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর