-686a5a8dad661.jpg)
ছবি : এআই দিয়ে তৈরি
ঝুপঝুপাঝুপ বৃষ্টি ঝরে
ভরেছে ওই ঝিল
শব্দ ঢেউয়ের ছলাৎ ছলাৎ
নদী ও খালবিল।
জলের নাচন দেখবে খোকন
ভাল্লাগে না ঘরে
টইটুম্বুর ডোবা পুকুর
জল থইথই করে।
বাদলা দিনে করতে মানা
এমন ছোটাছুটি
ওই দেখো মা জলে ভাসে
টেংরা, বেলে, পুটি।
শুনব না আজ কোনো বাধা
ধরব মাগুর কই
ধুম পড়েছে বিলের মাঝে
মাছ ধরার হইচই।
এমএইচএস