Logo

জীবনানন্দ

সময়ের শুশ্রূষা

Icon

তপন বাগচী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৮:০৯

সময়ের শুশ্রূষা

আমি তো শিখিনি রূপের বদল
কী করে বাঁচাই পুরাতন দেহখানি
চারদিকে শুধু দেখি ঘোলাজল
হেসে খলখল করে কী যে কানাকানি।

যতই সাজাও, ঘঁষামাজা করে
প্রকৃত আদল হয় না রূপান্তর
তবু কেউ কেউ নতুন পোষাকে
মুখমণ্ডলে মাখায় দুধের স্বর।

তাতে মুখখানি চকচক করে 
হয়তো কিছুটা মনে হয় মোলায়েম
ঠিক চেনা যায়, কতটুকু রুপা
কতটুকু তাতে মেশানে রয়েছে হেম।

যতই লাগাও ময়ূরের পাখা,
কণ্ঠ ফেরাবে কী করে কাকের ডাক
যে-রূপে রয়েছে, সে-রূপেই থাকো
কিছুকাল তুমি হয়ে থাকো নির্বাক।

একদিন ঠিক বুঝে নেবে সবে
কে ছিল মানুষ, কে ছিলো প্রকৃত ঠক।
অপেক্ষা শুধু শুশ্রূষা দেবে—
সময়ের চেয়ে নাই বড় বিচারক।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর