Logo

জীবনানন্দ

রিয়াজুল হকের‌ দুটি কবিতা

Icon

রিয়াজুল হক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৯:২৭

রিয়াজুল হকের‌ দুটি কবিতা

এআই দিয়ে তৈরি ছবি

প্রিয় নবী মুহাম্মদ 

শাফি উল মুজনিবিন, দয়ালু মেহেরবান,
তোমার নামে জেগে উঠে, কোটি উম্মতের প্রাণ।
সারাজীবন শেখালে, কীভাবে মানুষ হওয়া যায়,
নবী নয় শুধু, নেতা তুমি— করুণা ও মমতায়।

বদরে সাহস তুমি, উহুদে ধৈর্যের আকাশ,
হুদাইবিয়ার পৃষ্ঠায় লেখা শান্তির ইতিহাস।
তাবুক, খন্দক, মিরাজের রাত—শেখায় সবসময়,
সকল নবীর পূর্ণ চিত্র তুমি, হৃদয়ে আঁকা রয়।

সব নবীর সেরা তুমি, প্রিয় নবী মুস্তাফায়,
আলোর মশাল হাতে, জ্বাললে আঁধার দুনিয়ায়।
কোনো রাজা না হয়েও, জগত করলে জয়,
নম্রতায়, ক্ষমায়, ভালোবাসায়—ছুঁয়ে দিলে হৃদয়।

আদম থেকে ঈসা—কত নবী পাঠালেন আল্লাহ,
সবার কণ্ঠে একই দাওয়াত—লা ইলাহা ইল্লাল্লাহ।
শেষ নবীতে পূর্ণ হলো রিসালাতের ধারাটি,
মুহাম্মদ, আহমদ নামে জাগে ভালোবাসার মায়াটি।

হিজরতের সহযাত্রী 

যার চোখে ছিল দীপ্তি, অন্তরে প্রখর ঈমান,
রাসুলের প্রথম সাথি, আল্লাহর প্রিয় বান্দা মহান।
দুনিয়ার প্রতি মোহ নয়, ছিল হৃদয় নিখাদ,
আবু বকর ইসলামের এক মহান প্রভাত।

সিদ্দীক উপাধি পেলেন, সত্যে অটল থাকায়,
হিজরতে ছিলেন পাশে, ছিল ভয়হীন হৃদয়।
গারে সাওর গুহার আঁধারে, চোখে বিশ্বাসের জয়,
আল্লাহর উপর পূর্ণ ভরসা, ঈমানের অটল পরিচয়।

খলিফা হলেন যখন, কাঁধে নিলেন দ্বীন,
উম্মাহর হক আদায়ে, ছিলেন মসনদপ্রতীন।
দান করলেন সব সম্পদ, রইলো না কিছুই ঘরে,
ইসলামের খেদমতে কাটে দিন, সব নিঃস্ব করে।

জান্নাতের সুসংবাদ, পেয়েছিলেন জীবদ্দশায়,
রাসূল বলেছিলেন, তুমিই সত্যি বন্ধুর পরিচয়।
মৃত্যুর পরে কাঁদে আসমান, কাঁদে তামাম জাহান,
বিদায় নিলেন যিনি, রহমতের অফুরন্ত নিদান।

রিয়াজুল হক : যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর