কবিতা
নৃশংসতার সারমর্ম
মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে

মেহেদী হাসান শোয়েব
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৪২
-6880683ca3cea.jpg)
এআই দিয়ে তৈরি ছবি
সেদিন আকাশ ছিঁড়ে পড়েছিল আগুন,
পাখিরা গিয়েছিল থেমে, হঠাৎ—
বাতাসে স্কুলব্যাগের ওড়াওড়ি
বৃষ্টির মতো ঝরল বইয়ের পাতার পোড়া ছাই।
মেতে ছিল ওরা শেখার আনন্দে
গণিতের সংখ্যায় আঁকছিল স্বপ্ন
নীল খাতার সাদা পাতায়।
বিজ্ঞান বইয়ে খুঁজছিল
রঙিন আলো আর আকাশ ছোঁয়া রহস্য।
ইতিহাসের পাতায়
ছুঁয়ে দেখছিল লাল সবুজ এক যুদ্ধদিন।
ভাষার ক্লাসে নাচছিল শব্দেরা
কবিতার ছন্দে, ভালোবাসার ছোঁয়ায়।
ভূগোলে পাড়ি দিচ্ছিল দূর মহাদেশ,
পাহাড়-নদীর গল্পে মনের মানচিত্রে
হয়ত ভেবেছিল কোনো নতুন ঠিকানা।
অবশেষে—
অকল্পনীয় নতুন ঠিকানায় পাড়ি মিলল সবার!
অপরাধ কোনো ছোঁয়নি ওদের—
তবুও আগুন ছুঁয়ে দিল অবুঝ সবুজ প্রাণ!
ছোট মেয়েটি পাশে বসা প্রিয় বন্ধুকে
বাড়ি থেকে আনা টিফিন বাকশো
এগিয়ে দিয়ে বলেছিল—
‘মা লুচি দিয়েছে, খুব মজা, চলো একসাথে খাই’।
মা এখন বার্ন ইউনিটের সামনে—
আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে,
‘কী দোষ করেছিল আমার মেয়ে?’
যুদ্ধবিমান নামলো ক্লাস রুমে!
পৃথিবীর সব অস্ত্র যেন তাক করা হয়েছে
শিশুদের বুকে—
আগুনে পোড়ে রক্ত-মাংস
মোম হয়ে গলে শিশুর শরীর,
শুধু নীরবতা, শুধু ধোঁয়া, মৃত্যু, বিভৎসতা।
পৃথিবীর সমস্ত নৃশংসতার সারমর্ম যেন
লেখা হল উত্তরায়!