Logo

জীবনানন্দ

ক্ষমতার মুখোশ

Icon

পুলক রাজ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:২৬

ক্ষমতার মুখোশ

কবি পুলক রাজ

মিছিলের ভিড়, স্লোগানের আগুন,
শাসনের ভেতরে লুকানো জটিল অঙ্গন।
ভোটের দিনে স্বপ্ন দেয় মিষ্টি মুখোশ,
পরের দিনই ভেঙে যায় প্রতিশ্রুতির কৌশল।

রঙ বদলায় পতাকা, বদলায় না ক্ষুধা,
জনতার হৃদয়ে জমে থাকে রুদ্রতা।
গণতন্ত্র খুঁজে ফেরে ভিড়ের সমুদ্র,
ক্ষমতার খেলায় হারিয়ে যায় নিঃশব্দ।

যে মাটিতে রক্ত ঝরেছে মুক্তির নামে,
সেই মাটিতেই আজও অন্যায়ের দাগ থামে না।
তবুও আশার আলো জ্বলে গ্রামীণ আঁচলে,
বাংলার মানুষ লড়ে যায় বিশ্বাসের গান তোলে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর