
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
জীবনের সমান
বেদনার গান,
আলোর বেলা শেষে
রাত্রির আহ্বান।
‘গভীর হাওয়ার রাত’,
পরাবাস্তব ভাসা,
বিষণ্নতায় মিলিয়ে গিয়ে
ফুরায় ভালোবাসা।
লেনদেন যত নদীও ফুরায়
ঘরে ফেরে সব পাখি
চোখ তোলে না বনলতা
পথ চলা হয় ফাঁকি।
জীবনের সমান
বেদনার গান,
আর দীর্ঘশ্বাস
জীবনানন্দ দাশ।