Logo

জীবনানন্দ

নিঃশব্দ নান্দনিকতার কবি জীবনানন্দ দাশ

Icon

ফারজানা জিতু

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৫

নিঃশব্দ নান্দনিকতার কবি জীবনানন্দ দাশ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বাংলা কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশ এমন এক নাম, যার কবিতা পাঠে আমরা ফিরে পাই এক নিঃশব্দ অথচ গভীর সৌন্দর্যের দেশ। তাঁর কবিতার লাইনে আমরা দেশকেও যেন নতুনভাবে, নতুন দৃষ্টিতে চেনার সুযোগ পাই।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে তাঁর জন্ম। পিতা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক ও সমাজসেবক, আর মা কুসুমকুমারী দাশ নিজেও ছিলেন কবি। সেই পারিবারিক সাহিত্যচেতনা থেকেই জীবনানন্দের সৃজনযাত্রা শুরু— যে যাত্রা থেকে আমরা পেয়েছি অসংখ্য ভালোবাসার কথা।

কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যুক্ত হলেও তাঁর আত্মার আশ্রয় ছিল কবিতায়। জীবনের নৈঃশব্দ্য, একাকীত্ব, হারিয়ে যাওয়া সময়ের মায়া— সবকিছু তিনি শব্দে রূপ দিয়েছেন এমন এক ছন্দে, যা বাংলার মাটির মতোই শান্ত অথচ অমোঘ। তাঁর কবিতায় মাটির নরম সহজতা ও প্রকৃতির মায়াময় রূপ ফুটে ওঠে, যেন কাদামাটির মতোই প্রাণবন্ত।

জীবনানন্দের কবিতায় প্রকৃতি এক জীবন্ত সত্তা। নদী, ধানক্ষেত, পাখি, বাতাস— সবকিছু তাঁর কবিতায় শুধু দৃশ্য নয়, এক আত্মিক অনুভব। ‘রূপসী বাংলা’-য় তিনি যেন নতুন চোখে দেখিয়েছেন সেই চেনা বাংলাকে— কুয়াশায় মোড়া মাঠ, গোধূলির আলো কিংবা শালুকপাতার গন্ধে ভরা জলাশয়। এই প্রকৃতি তাঁর কাছে ছিল আত্মপ্রত্যাবর্তনের প্রতীক, অস্তিত্বের প্রশ্নের উত্তর।

প্রেম তাঁর কবিতায় মলিন নয়, বরং এক প্রশান্ত আশ্রয়। ‘বনলতা সেন’-এর সেই বিখ্যাত পঙ্‌ক্তি— ‘পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন’— এ শুধু ভালোবাসার কথা নয়, জীবনের ক্লান্তির পর এক শান্ত নিশ্চিত নিরাপদ আশ্রয়ের ইঙ্গিত। আবার ‘বোধ’ বা ‘আবার আসিব ফিরে’ কবিতায় সময়, মৃত্যু ও পুনর্জন্মের দর্শন মিশে গেছে অতুলনীয়ভাবে।

জীবনানন্দ ছিলেন আধুনিকতার কবি, কিন্তু তাঁর আধুনিকতা ছিল শব্দের বাহুল্যে নয়, ভাবের গভীরতায়। তিনি দেখিয়েছেন, কোলাহলের ভেতরেও মানুষ কীভাবে তার নিঃসঙ্গতার সঙ্গে মুখোমুখি হয়, কীভাবে প্রকৃতি তার নীরব ভাষায় কথা বলে।

১৯৫৪ সালের ২২ অক্টোবর এক দুর্ঘটনায় তাঁর জীবনের ইতি ঘটে। মৃত্যুর মধ্যেও তিনি রেখে গেছেন এক চিরজীবন্ত নান্দনিকতা— যেখানে নীরবতা, প্রকৃতি ও অনুভবের মিলনে গড়ে ওঠে বাংলা কবিতার আধুনিক সুর।

আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি নিঃশব্দ নান্দনিকতার সেই মহান কবিকে। জীবনানন্দ দাশ— নিঃসঙ্গ অথচ দীপ্ত— আমাদের আত্মার এক অনন্ত প্রতিধ্বনি হয়ে আছেন আজও।

লেখক : হস্তশিল্প উদ্যোক্তা; ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপুরাণ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জীবনানন্দ দাশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর