Logo

জীবনানন্দ

আধবেলা ভ্রমণের রাত

নাঈম রহমান

নাঈম রহমান

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩২

আধবেলা ভ্রমণের রাত

প্রতীকী ছবি

জয়ত্রী,
এক অচেনা তুমি আর আমি,
ট্রেনে চেপে এসেছিলাম
এই নগরীতে।
সেই আধবেলা ভ্রমণের রাত,
কি ভীষণ গম্ভীর।
চঞ্চল গতিবেগ হঠাৎ হঠাৎ
পৌঁছে দিত চাঁদের বাড়ি।
আমাদের এক পলক দেখে নিত
ভাসমান স্বপ্নের বাসর।
মুখোমুখি আমরা কেউ কারো প্রেমে পড়িনি।
আমাদের প্রেমে পড়েছিল
বসন্তের যাযাবর বাতাস।
সুযোগ পেলেই জানালার ফাঁকে
ছুঁয়ে যেত বাতাবি লেবুর ঘ্রাণ।
হঠাৎ হঠাৎ জানাল দিয়ে ওঠা
অবুঝ প্রেমের অশনি সংকেত।
তবে আমি সাড়া দেইনি,
আমি জানি,
মুখোমুখি আধবেলা ভ্রমণে প্রেম হয় না,
হঠাৎ দেখায় ভালোবাসা হয় না।
যা হয় তা শুধুমাত্র
দুষ্ট অন্তর্দৃষ্টির দোষ।
আর আমি তো পৌঁছেছি।
তুমি কেমন আছো?

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর