Logo

জীবনানন্দ

ছড়া

হেমন্ত এল ঐ

Icon

মনিরুল ইসলাম মনি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১

হেমন্ত এল ঐ

কার্তিক মাসে, ধান সেজেছে
সোনার রঙ মেখে
হেমন্ত এল নতুন রূপে
মিষ্টি বাতাস এঁকে। 

সকাল বেলায় ঘাসের ডগায়
শিশির মুক্তো ফলে
নরম রোদের পরশ পেয়ে
ঝিকমিকিয়ে জ্বলে।

শীতের বুড়ি আসছে ওই
কুয়াশারই বেশে
খেজুর রসের গন্ধ ভাসে
পাড়া-গাঁও ঘেঁষে। 

নতুন ধানের মিষ্টি পিঠে
ঘরে ঘরে ঘ্রাণ
আনন্দে মত্ত কৃষক-কৃষাণ
ভরে ওঠে প্রাণ।

নবান্ন উৎসব জমবে বেশ
নতুন চালের পায়েসে
মনটা যেন খুশির সুরে
উদর ভরবে আয়েশে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর