আত্মগোপনে আছি। এই নগরে কেউ
চেনে না আমাকে! মুখোশ পরিনি, তবু-
সবাই অচেনা মনে করে পাশ কাটিয়ে
যায়, জুবুথুবু। দেখি নিশ্বাস উড়ছে,
নিসর্গ উড়ছে, নিঃশব্দে মেঘ উড়ে যাচ্ছে
অচেনা গন্তব্যে। ছায়াবিহীন।
ঠিক এভাবেই-
একাত্তরে ছায়া লুকিয়ে রেখে যেসব গেরিলা,
গ্রেনেড উড়িয়েছিলেন হাওয়ায়-
তারা জানতেন তাদের ল্যবিন্দু, জানতেন
পাঁজরের বিনিময়েই অর্জন করতে হয় ভূমি,
লিখতে হয় নতুন ভূগোলের ব্যাসার্ধ।
যুদ্ধ এবং প্রেম একই হৃদয়ের
দুই শক্তি,
রক্ত এবং আগুনের মিশ্রণে
যে স্ফূলিঙ্গ তৈরি হয়;
আমরা তাকেই বলি উত্থান
বলি শতাব্দীর মৌলিক বিজয়।

