মঞ্জরি, আমার দিনের ঊর্ধ্বে ফুটে থাকে
ধাতব আকাশ, তার গহ্বরে ফুটে থাকে কি
কামিনি ফুল?
যে কর্কশ রাত্রি এগিয়ে আসে আমার দিকে
যে শয়নভঙ্গি নিয়ে তাকে জড়িয়ে থাকি,
মনোসরণির মাথায় দেখি একটি
জ্যোতিষ্ক ভস্ম হয়ে
ছাইয়ের স্তূপ হয়ে পড়ে রয়েছে
শুধু ক্ষিপ্রতা আসে ধানক্ষেতব্যাপী
ধ্রব সত্যের মতন উড়ে যায় নৈশ পাখিরা।
মঞ্জরি, ঘামে ভিজে যায় সরলতা
সে মেঘের মতো হেসে ওঠে
অরণ্যের শিশির আর শীত চিরে
কৃত্তিকা ফিরে এলো
কোনও অবলোকন নয়, কোনও ভ্রক্ষেপ নয়
আমার ছায়াবিথি একাকী স্থির থাকে
এই ব্রহ্মান্ড কিভাবে কেঁপে ওঠে
সরলতার পিঠের চুল দেখে
দেবদারুর অন্ধকার বনে হারিয়ে যায়-
দৈবের হাত ধরে কি ফিরে আসে?
আমি শুধু ভোর চিরে
ঘন কুয়াশায় মিশে একটি ধানকলের চাতাল দেখেছি-
বিকেপি/এমএইচএস

