Logo

জীবনানন্দ

কবিতা

দৌড়

Icon

আন্দোলন মিঠুন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

দৌড়

আনমনে ভাবনা শুধু ওড়ে
শহুরে ব্যস্ততার বাস্তবতায় চলে, দেখে-
চাহিদায় জড়ানো ভালোবাসা
শুধুই চাহিদা; না কি
ডাস্টবিন-গাঁথা চকচকে রাস্তায়
গাড়ির চাকায় লেপ্টে সম্পর্ক দৌড়ায়।

কাউন্টার স্টপেজ, অন্য এক রাস্তায়
গন্তব্য অনিশ্চিত, দৌড়ায়।

বিকেপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর