আনমনে ভাবনা শুধু ওড়ে
শহুরে ব্যস্ততার বাস্তবতায় চলে, দেখে-
চাহিদায় জড়ানো ভালোবাসা
শুধুই চাহিদা; না কি
ডাস্টবিন-গাঁথা চকচকে রাস্তায়
গাড়ির চাকায় লেপ্টে সম্পর্ক দৌড়ায়।
কাউন্টার স্টপেজ, অন্য এক রাস্তায়
গন্তব্য অনিশ্চিত, দৌড়ায়।
বিকেপি/এমএইচএস
আনমনে ভাবনা শুধু ওড়ে
শহুরে ব্যস্ততার বাস্তবতায় চলে, দেখে-
চাহিদায় জড়ানো ভালোবাসা
শুধুই চাহিদা; না কি
ডাস্টবিন-গাঁথা চকচকে রাস্তায়
গাড়ির চাকায় লেপ্টে সম্পর্ক দৌড়ায়।
কাউন্টার স্টপেজ, অন্য এক রাস্তায়
গন্তব্য অনিশ্চিত, দৌড়ায়।
বিকেপি/এমএইচএস