জাকাতের বিধান ও মাসয়ালা নিয়ে শামছুদ্দীন দুর্লভপুরির নতুন বই
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৭
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত জাকাত বিষয়ে সমকালীন ও বাস্তবমুখী দিকনির্দেশনা সমৃদ্ধ একটি নতুন বই প্রকাশ হয়েছে। ‘জাকাত : মৌলিক বিধান ও সমকালীন মাসায়েল’ শিরোনামের এই বইটি লিখেছেন সিলেটের প্রখ্যাত আলেম ও গবেষক মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি।
দীর্ঘ অধ্যয়ন ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত এই বইটিতে জাকাত সংক্রান্ত মৌলিক বিধানের পাশাপাশি বর্তমান সময়ের জরুরি ও জটিল মাসয়ালাগুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন মুসলমান কীভাবে নিখুঁতভাবে জাকাত আদায় করবেন, সে বিষয়ে শরিয়তের স্পষ্ট দিকনির্দেশনা বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটির ভূমিকায় লেখক উল্লেখ করেন, জাকাত কেবল ইসলামের একটি মৌলিক বিধানই নয়, বরং সম্পদের ওপর ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদকে পবিত্র করার অন্যতম মাধ্যম। আধুনিক যুগের অর্থনৈতিক বাস্তবতা সামনে রেখে ছোট কলেবরে একটি পূর্ণাঙ্গ বই রচনার দীর্ঘদিনের ইচ্ছার প্রতিফলন এই প্রকাশনা।
বইটি মূলত লেখকের ছাত্রজীবনের নোট, শিক্ষকতা জীবনের গবেষণা এবং শিক্ষার্থীদের সংরক্ষিত পাঠের (দারস) আলোকে সংকলিত হয়েছে। এটি গ্রন্থাকারে সংকলনের কাজ করেছেন লেখকের বড় ছেলে মাওলানা জুনায়েদ শামসি। বইটির তাহকিক ও তথ্যসূত্র যাচাইয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন লেখকের ছাত্র মুফতি আবদুর রহমান হোসাইনী।
সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক বিশ্বের মুসলমানদের অর্থনৈতিক জীবনকে কেন্দ্র করে রচিত হওয়ায় সাধারণ পাঠক থেকে শুরু করে আলেম-উলামা ও শিক্ষার্থীদের জন্য বইটি সমানভাবে উপকারী হবে।
বইটি দেশের বড় বড় লাইব্রেরি ও অনলাইন বুক শপ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সরাসরি লেখকের কাছ থেকে সংগ্রহ করতে যোগাযোগ করা যাবে ০১৭৮৮৯০৬০৩১ এই নম্বরে।
এমএইচএস

