সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি বিএফইউজে-ডিইউজের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৫, ২০:০৯
-6813809a9cb4c.jpg)
‘মহান মে দিবসের স্মৃতি অমর হোক’— এই প্রতিপাদ্যে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএফইউজের সহসভাপতি মোহাম্মদ খায়রুল বাশার, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, প্রচার সম্পাদক আবুল কালাম এবং সাংবাদিক নেতা রফিক মুহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক সমাজ আজ নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গণমাধ্যমে স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা বন্ধে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
নাজমুল হুদা মজনু/বিএইচ