Logo

গণমাধ্যম

মিডিয়াকে হুমকি জুলাই চেতনার পরিপন্থী : জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজে

এনসিপি নেতার হুমকিতে সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ২০:৫৩

মিডিয়াকে হুমকি জুলাই চেতনার পরিপন্থী : জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও ডিইউজে

রাজশাহীতে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) এক শীর্ষ নেতার দেওয়া মিডিয়াবিরোধী বক্তব্য ও হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের দুই শীর্ষ সংগঠন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (৭ জুলাই) পৃথক দুটি বিবৃতিতে এই তিনটি সংগঠন সাংবাদিকদের প্রতি প্রকাশ্য হুমকি এবং গণমাধ্যমের ওপর ‘অযাচিত হস্তক্ষেপের’ নিন্দা ও প্রতিবাদ জানায়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তাদের বিবৃতিতে বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা ছিল মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা। সেই আন্দোলনের একজন নেতা যদি আজ সাংবাদিকদের হুমকি দেন, সেটি এক গভীর সাংস্কৃতিক বিপর্যয়।’

তারা বলেন, ‘কোনো মিডিয়ার প্রতিবেদন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তার জন্য রয়েছে প্রচলিত আইন, আদালত ও প্রেস কাউন্সিল। কিন্তু প্রকাশ্যে হুমকি দিয়ে কিংবা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রবণতা অগ্রহণযোগ্য।’

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, ‘স্বৈরাচারী সরকারের সময় যেভাবে সংবাদমাধ্যমকে দমন করা হয়েছিল, সেই দুঃসহ অভিজ্ঞতা থেকে মুক্তির আকাঙ্ক্ষাই ছিল জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণা। অথচ সেই আন্দোলনের শীর্ষ নেতাদের কেউ কেউ এখন সাংবাদিকদের বিরুদ্ধে একই ভাষায় কথা বলছেন—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

তারা আরও বলেন, ‘রবিবার রাজশাহীতে এনসিপির ওই নেতা যে হুমকি দিয়েছেন, তা শুধু স্বাধীন সাংবাদিকতার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও উদ্বেগজনক। আমরা ওই বক্তব্যে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি।’

বিবৃতিতে সাংবাদিক নেতারা স্মরণ করিয়ে দেন, ‘জুলাই বিপ্লবের সময় শুধু ছাত্র নয়, অন্তত ৬ জন সাংবাদিক রাজপথে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। এরপরও আজ যদি সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়, তাহলে সেটা বিপ্লবের চেতনাবিরোধী। সাংবাদিকদের কোনো দায় বা ভুল নিয়ে প্রশ্ন থাকলে তার বিচার হোক আইনের মাধ্যমে—কিন্তু হুমকি কিংবা মব জাস্টিস নয়।’

বিবৃতিতে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান এবং এনসিপি নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

এইচকে/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর