মাইলস্টোন ট্র্যাজেডিতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির শোক

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:৪৩

ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)।
সোমবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এরআগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং দেড় শতাধিক জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
ডিআর/এএ