Logo

গণমাধ্যম

জনকণ্ঠ পরিচালনায় ৬ সদস্যের ‘সম্পাদকীয় বোর্ড’

ফ্যাসিবাদমুক্ত করার দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:২৭

জনকণ্ঠ পরিচালনায় ৬ সদস্যের ‘সম্পাদকীয় বোর্ড’

দৈনিক জনকণ্ঠ পরিচালনায় গঠিত হয়েছে ছয় সদস্যের একটি নতুন ‘সম্পাদকীয় বোর্ড’। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে জনকণ্ঠ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে জনকণ্ঠ’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এখন থেকে এই সম্পাদকীয় বোর্ড পত্রিকাটি পরিচালনা করবে।

বোর্ডের ছয় সদস্য হলেন—

১. ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে একজন প্রতিনিধি
২. বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) থেকে একজন প্রতিনিধি
৩. জয়নুল আবেদীন শিশির
৪. সাবরিনা বিনতে আহমদ
৫. ইসরাফিল ফরাজী
৬. মির জসিম। 

প্রতিবেদনটিতে দাবি করা হয়, জনকণ্ঠ পত্রিকাটিকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করা হয়েছে এবং পত্রিকাটি পরিচালনার লক্ষ্যে এই নতুন সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে। 

এর আগে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় পত্রিকাটির ফেসবুক পেজে জানানো হয়েছিল, ‘জুলাই বিপ্লবের’ পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর