Logo

গণমাধ্যম

সাংবাদিক তুহিন হত্যায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা-প্রতিবাদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১৩:৪২

সাংবাদিক তুহিন হত্যায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা-প্রতিবাদ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)। সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে ওয়াইজেসির সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক সজিব খান বলেন, নিহত তুহিনের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে— স্থানীয় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি ও অস্ত্র মহড়ার ভিডিও লাইভ করায় সন্ত্রাসী-চাঁদাবাজরা চায়ের দোকানে গিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। এটি আইনশৃঙ্খলার চরম অবনতি এবং রাজনৈতিক দলের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার জঘন্য উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরও জানায়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একইসাথে দেশজুড়ে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিহত তুহিনের আত্মার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক তুহিনের পরিবারকে ন্যায়বিচার পেতে ওয়াইজেসি সর্বাত্মকভাবে পাশে থাকবে।

এইচকে/এমএমইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর