হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:০৮
---2025-08-17T202711-68a1e75c458f7.jpg)
মো. নাসির উদ্দীন সাথী। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির িমডিয়া মুখাপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সহিংসতায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি নাসির উদ্দীনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।’
এর আগে যাত্রাবাড়ী থানায় আন্দোলন চলাকালে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই মাই টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
- এনএমএম/এমআই