আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত কলেবরে ও নতুন রূপে প্রকাশিত হতে যাচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। দেশি-বিদেশি সংবাদ পরিবেশনায় নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেওয়ার প্রত্যয়ে সংবাদপত্রটি এবার পাঠকের কাছে হাজির হবে ‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ ট্যাগলাইনে এবং নতুন লোগোসহ।
রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত থেকে সাংবাদিকতার মান বজায় রাখার অঙ্গীকার করেছে ‘দ্য টাইমস অব বাংলাদেশ’র সম্পাদনা বোর্ড।
সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, ‘এই সম্পাদকীয় স্বাধীনতা আমাদের মিশনের অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে উপস্থাপিত হবে এবং কখন প্রকাশিত হবে— সবই প্রভাবমুক্তভাবে পেশাদার দৃষ্টিকোণ থেকে নির্ধারিত হয়।’
দৈনিকটির বিষয়বস্তুতে থাকবে রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্যসেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি— যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ ও চিন্তার খোরাক জোগাবে। পাশাপাশি ব্রেকিং নিউজের সঙ্গে থাকবে ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো ও ইভেন্ট বিশ্লেষণ।
সংবাদপত্রটি মুদ্রিত সংস্করণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। ই-পেপারের মাধ্যমে পাঠকরা দৈনিক পত্রিকার মেজাজ অক্ষুণ্ণ রেখে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে খবর পড়তে পারবেন।
ব্যবস্থাপনা সম্পাদক অম্লান দেওয়ান জানিয়েছেন, একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ সাংবাদিকের প্রচেষ্টায় ‘দ্য টাইমস অব বাংলাদেশ’কে একটি বিশ্বস্ত সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজ চলছে, যা পাঠকদের পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা দেবে।
ডিআর/এমএইচএস

