Logo

গণমাধ্যম

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কার্যক্রম চলে। এর আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব ও সহযোগিতা করে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

ক্যাম্পে প্রায় ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস সম্পর্কিত আরবিএস পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ ও ব্লাড প্রেশার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। এছাড়া ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড ও ১ হাজার ২০০ টাকায় নয়টি পরীক্ষার প্যাকেজ হেলথ চেকআপ করা হয়। এর মধ্যে রয়েছে- সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএসএজি, এসজিপিটি, ইউরিন আরই, টিএসএইচ ও ইসিজি।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক একেএম মহসীন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ ও কো-অর্ডিনেটর মো. হিরো মিয়া প্রমুখ।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাংবাদিকরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা আরও মেডিকেল ক্যাম্প আয়োজন করব যেন সুচিকিৎসা নিশ্চিত করা যায়।

ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালকে। তারা সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন। আমরা গাড়ির ফিটনেস ঠিক রাখার জন্য দ্রুত সার্টিফিকেট নেই, অথচ নিজের স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা করি। অথচ স্বাস্থ্যই সব সুখের মূল।

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, আমরা প্রত্যেকটা কর্পোরেট হাউসে যাওয়ার চেষ্টা করছি যেন প্রতি বছর কয়েকটি নিয়মিত পরীক্ষা (যেমন সিবিসি, ইউরিন আরই) করা হয়। তাহলে প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা সম্ভব। বর্তমানে কিডনির সমস্যা ভয়াবহ আকার ধারণ করছে, যার মূল কারণ ডায়াবেটিস। বিশেষ করে সাংবাদিকদের বাইরে খাওয়ার প্রবণতা বেশি, ফলে ডায়াবেটিস ও প্রেসার নিয়ন্ত্রণে রাখা জরুরি। এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ৫০ শতাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব।

ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, আমরা যেন নিরলসভাবে মানবতার সেবক হিসেবে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দিয়ে যেতে পারি—এ দোয়া প্রত্যাশা করছি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর