Logo

গণমাধ্যম

বাংলাদেশের পত্রিকা থেকে

পরোয়ানা থাকা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৬

পরোয়ানা থাকা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

সমকাল পত্রিকার প্রথম পাতার খবর- প্রেস সচিব বললেন, সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই।

এই খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।

শনিবার বাসসকে প্রেস সচিব বলেন, 'আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।'

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব।'

তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, 'এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে।'

প্রেস সচিব জানান, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও বলেন, 'সংস্থাটির সীমান্তবর্তী ও বহির্দেশীয় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে।'

প্রথম আলো পত্রিকার আজকের প্রথম পাতার খবর- জুলাই সনদ স্বাক্ষর দুই দিন পেছাল।

প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছানো হয়েছে। ১৫ই অক্টোবরের পরিবর্তে ১৭ই অক্টোবর শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান হবে।

গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।


ঐকমত্য কমিশন সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নিজেদের সুপারিশ এখনো চূড়ান্ত করেনি ঐকমত্য কমিশন। তারা এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করছে। সনদ বাস্তবায়নের উপায় বিশেষ করে গণভোটের দিন এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে দলগুলোর মতপার্থক্য কমিয়ে আনা যায় কি না, সে চেষ্টা করছে ঐকমত্য কমিশন।

প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশে ফেরার পর আগামী বুধ বা বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ তাঁর কাছে জমা দেওয়া হতে পারে জানা গেছে। সূত্র জানায়, কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর শেষ হওয়ার কথা। তবে ৩০ অক্টোবর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হতে পারে।

বাংলাদেশের খবরের প্রথম পাতার একটি খবরের শিরোনাম- পরোয়ানা থাকা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তার মধ্যে ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। তবে একজন এখনো লাপাত্তা। সেনাবাহিনীর দৃষ্টিতে, মেজর জেনারেল কবীর আহাম্মদ কর্মস্থলে ‘অবৈধভাবে’ অনুপস্থিত।

গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে তুমুল আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার না করায় জুলাই অভ্যুত্থানকারীদের ক্ষোভের মধ্যে আজ শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ‍্য জানান।

সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে। লাপাত্তা একজনের বাইরে আটজন সামরিক বাহিনী থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন। একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়।

ইত্তেফাক পত্রিকার আজকের খবর- জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে।

আগামী ১৫ অক্টোবর বুধবার নয়, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর শুক্রবার। ওইদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান হবে।

জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সনদে স্বাক্ষরের জন্য বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দল দু'জন করে প্রতিনিধির নাম ঐক্যমত্য কমিশনের কাছে পাঠিয়েছে।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে 'জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে' জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও আজ রবিবার রাতে ইতালির রোম যাচ্ছেন। আগামী বুধবার তার দেশে ফেরার কথা।

মানবজমিন পত্রিকার আজকের প্রথম পাতার খবর- পুলিশি বাধায় জাপা'র সমাবেশ পণ্ড।

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে দফায় দফায় জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাটিপেটা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে পুলিশি বাধায় সমাবেশটি পণ্ড হয়ে যায়। যদিও প্রথমবার পণ্ড হওয়ার পর দ্বিতীয়বারও নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন।

তখনও পুলিশ তাদেরকে আবারো সরিয়ে দেয়। গতকাল বিকাল ৩টা থেকে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দুপুর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার, বন্দি নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে কর্মী সমাবেশের আয়োজন করে জাপা। এদিন সমাবেশের শুরু থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন।

নয়াদিগন্ত পত্রিকার আজকের শীর্ষ খবর- গাজার ধ্বংসস্তূপে লাশের সারি।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫ লাশ আনা হয়। তার মধ্যে ১৩৫ লাশ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। যুদ্ধবিরতির ফলে উদ্ধারকর্মীরা প্রথমবারের মতো প্রবেশ করতে পেরেছেন ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে।

এ দিকে হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাব অনুযায়ী, গতকাল শনিবার এক দিনেই প্রায় ৫০ হাজার মানুষ গাজা সিটিতে ফিরেছেন। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, 'গতকাল থেকে এখন পর্যন্ত মোট প্রায় আড়াই লাখ মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন।'

চুক্তি বাস্তবায়নের পর গত দিনে গাজার বিভিন্ন হাসপাতাল থেকেও বহু লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ৪৩টি লাশ পাঠানো হয়েছে আল-শিফা হাসপাতালে এবং ৬০টি আল-আহলি আরব হাসপাতালে। নুসেইরাত, দেইর আল-বালাহ এবং খান ইউনুসের হাসপাতালগুলোতেও লাশ পৌঁছানো খবর পাওয়া গেছে।

বণিক বার্তা পত্রিকার আজকের শীর্ষ খবর- 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' বিষয়ে পলিসি কনক্লেভ; এলপিজিকে সাশ্রয়ী করতে হলে সরকারি নীতি সমর্থনের পাশাপাশি গড়ে তুলতে হবে অবকাঠামোও।

এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ সীমিত এবং তা দ্রুত কমে আসছে। বিপরীতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও গৃহস্থালিতে ব্যবহারের জন্য আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীলতা বাড়ছে।

আবার অবকাঠামোগত দুর্বলতার কারণে এলএনজি আমদানিতে রয়েছে সীমাবদ্ধতা। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে দেশে গ্যাসের চাহিদা পূরণে ভালো বিকল্প হতে পারে এলপিজি। তবে বাংলাদেশে এলপিজির দাম বেশি এবং তা এলপিজি খাতের সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে।

প্রয়োজনীয় সরকারি নীতিসহায়তা এবং আমদানি ও সরবরাহের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করা সম্ভব।

গতকাল বণিক বার্তা আয়োজিত 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন বক্তারা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশের পত্রিকা থেকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর