Logo

গণমাধ্যম

জাতীয় প্রেস ক্লাবের তফসিল ঘোষণা, ভোট ৩১ ডিসেম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৪

জাতীয় প্রেস ক্লাবের তফসিল ঘোষণা, ভোট ৩১ ডিসেম্বর

জাতীয় প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির ১১ নভেম্বরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আগামী দুই বছর মেয়াদি (১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) নির্বাচনের জন্য ৭ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে এম এ এম শওকত হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ বা ম ছালাউদ্দিন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর রাত ১০টা। বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

স্থায়ী সদস্যদের মধ্যে যারা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন, কেবল তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এজন্য চাঁদা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। ৩০ নভেম্বর ভোটার তালিকা ক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

এছাড়া যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের চাঁদা ও বকেয়া পরিশোধ বাধ্যতামূলক। প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারায় বলা আছে—মনোনয়নের পূর্ববর্তী মাস পর্যন্ত সব বকেয়া পরিশোধ না করলে কেউ মনোনয়ন পাওয়ার যোগ্য হবেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ ও গণনা ইলেকট্রনিক পদ্ধতিতে করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর