ফরিদপুরে সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
ছবি : বাংলাদেশের খবর
দৈনিক সমকালের ফরিদপুর অফিসপ্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম দাসের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) ফরিদপুর প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা ৩০ মিনিটে মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল এক সাহসী সাংবাদিক। তার কর্মনিষ্ঠা, নির্ভীকতা ও মানবিক দায়িত্ববোধ ফরিদপুরসহ দেশের সাংবাদিক সমাজকে আজও অনুপ্রাণিত করছে।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সদস্য শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মফিজুর রহমান শিপন, এসএম মনিরুজ্জামানসহ আরও অনেকে।
বক্তারা মরহুম গৌতম দাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণমাধ্যমকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আবরার নাদিম ইতুসহ ফরিদপুর প্রেসক্লাবের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
অপূর্ব অসীম/এআরএস

