সময় টিভির চেয়ারম্যানের পদ ছাড়লেন মোরশেদুল ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৬
খবর ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের পরিচালন সংস্থা সময় মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোরশেদুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) বোর্ড অব ডিরেক্টর্সের বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। একই সঙ্গে ই-মেইলে ডিরেক্টরদেরও অনুলিপি পাঠানো হয়।
পদত্যাগপত্রে মোরশেদুল ইসলাম উল্লেখ করেন, প্রতিষ্ঠানের একটি মহলের পক্ষ থেকে ধারাবাহিক চাপ, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কর্মচারীদের উসকে দেওয়ার মাধ্যমে অফিসে অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এর ফলে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি কোম্পানির বৃহত্তর স্বার্থে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তিনি বোর্ডের অনুমোদন সাপেক্ষে সিইও হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
চিঠিতে তিনি বোর্ডের উদ্দেশে বলেন, ‘সময়’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল। একে সংকটমুক্ত রাখতে বোর্ড যেন জরুরি ব্যবস্থা গ্রহণ করে।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন যে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখাই তার প্রধান লক্ষ্য এবং কোম্পানির স্বার্থে তিনি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করবেন।
উল্লেখ্য, গেল বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হন মোরশেদুল ইসলাম।
এমএইচএস

