ছবি : সংগৃহীত
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে প্রথম বছর অতিক্রম করেছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ। নবযাত্রার ১ বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে কেককাটার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। পরে দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে চলছে এই অনুষ্ঠান।
দিনের শুরুতে সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। এসময় দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মো. সায়েম ফারুকী, প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক মাইনুল হক ভুঁইয়া, বার্তা সম্পাদক এসআই শরীফ, জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ডিরেক্টর মিজানুর রহমান, ডিরেক্টর সুজাউল হাসান, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডিজিএম মাহতাব উদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ আলী, ডেপুটি ডিরেক্টর মুহাম্মাদ ফরহাদ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নবযাত্রার এক বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল। তিনি বলেন, ‘যেটুকু আশা করেছিলাম একবছরে তার চেয়ে বেশি এগিয়েছে রূপালী বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সাংবাদিকতা হিসেবে রূপালী বাংলাদেশ যেন দেশে একটা স্থান দখল করতে পারে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশের সকল জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের সব দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি।’
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক এবং প্রকাশক মো. সায়েম ফারুকী। তিনি বলেন, ‘আমরা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। এখন থেকে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, সবার আগে সকল সংবাদ পাঠকদের কাছে পৌঁছাতে রূপালী বাংলাদেশ পরিবার আরও গতিশীলতা নিয়ে কাজ করবে।’
পত্রিকাটির প্রধান সম্পাদক করিম আহমদ বলেন, ‘আজকের এই শুভ সন্ধিক্ষণে সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘জনসচেতনতা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সত্য তথ্যের নির্মোহ প্রবাহ নিশ্চিতে রূপালী বাংলাদেশ একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতে দেশের অনেক বড় বড় সমস্যা ও সত্য ঘটনা রূপালী বাংলাদেশের মাধ্যমে প্রকাশ পাবে এ আশাবাদ ব্যক্ত করছি।’
অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান রূপালী বাংলাদেশকে সাফল্যের শীর্ষে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
তরুণ সহকর্মীদের সঙ্গে নিয়ে রূপালী বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রূপালী বাংলাদেশের বার্তা সম্পাদক এসআই শরীফ।
- এমআই

