প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যক্রম বন্ধ, আজ ছাপা হয়নি পত্রিকা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫
দেশের দুটি শীর্ষ দৈনিক ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ এর কার্যালয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হয়নি পত্রিকা দুটি। তাদের অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ((১৮ ডিসেম্বর) মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না।
সূত্রমতে, কয়েকশ লোকের একটি দল প্রথমে ‘প্রথম আলো’ এবং পরবর্তীতে ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় দুটি প্রতিষ্ঠানের বহু সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত হয়ে হামলাকারীদের সরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকা পড়া কর্মীদের উদ্ধার করে। রাত ১টা ৪০ মিনিটের দিকে ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
পত্রিকা দুটির সংবাদকর্মীরা অভিযোগ করেছেন যে, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলাকারীদের নিবৃত করতে তৎপরতা দেখাননি। তবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা দাবি করেছেন যে, পুলিশ হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেছে।
হামলা ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে পত্রিকা দুটির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তা বিবেচনা করে তাদের দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। ফলে শুক্রবার ছাপা পত্রিকা প্রকাশ এবং নিয়মিত অনলাইন কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
ঘটনার কারণ এবং হামলাকারীদের পরিচয় নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। পুলিশ ও প্রশাসনিক মহল ঘটনা তদন্ত ও তদন্তকারী পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
সূত্র : বিবিসি বাংলা

