প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির নিন্দা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭
দৈনিক প্রথম আলো ও দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)। এই হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
একইসাথে সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্থার ঘটনায়ও তীব্র নিন্দা জানিয়েছে ওয়াইজেসি।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) ওয়াইজেসির সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান সাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের কাজ কারও পক্ষে লেখা নয়। প্রকৃত ঘটনা তুলে ধরা গণমাধ্যমের কাজ। কিন্তু নিজের পক্ষে না গেলেই কোন সংবাদমাধ্যমের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এটি ফ্যাসিবাদী মানসিকতারই প্রতিফলন।
ওয়াইজেসি নেতৃবৃন্দ এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কারও গাফিলতির কারণে হামলার ঘটনা ঘটে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, জুলাইয়ের পরিচিতমুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ১৮ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার আক্রমণের শিকার হয়। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে তাদেরকে উদ্ধার করে। এই হামলার কারণে একদিন পত্রিকা দু’টির প্রকাশনা বন্ধ ছিল।
আইএইচ/

