র্যাকের সভাপতি শাফি উদ্দিন, সম্পাদক তাবারুল হক ও অর্থ সম্পাদক সাইফুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:২১
দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চ্যানেল এস-এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমদ সভাপতি ও আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার মো. সাইফুল ইসলাম মন্টু। ১৯ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে বিটিভির রিপোর্টার মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসি লিন্ডা। কার্যনির্বাহী সদস্য পদে অন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন আজকের দৈনিকের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপু, রুপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাইফ বাবলু ও যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও আজকের দৈনিকের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

