Logo

গণমাধ্যম

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকা'কে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো ও কলাম লেখক রাশেদুল হক মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি এ মামলা করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। 

মামলার অভিযোগে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রচার করে। সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে 'আমার দেশ প্রথম আলোয় আক্রমনে জড়িত' এমন পোস্ট দেয়। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো। 

সেখানে আরও উল্লেখ করা হয়, আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমনের উষ্কানি দেয়া হয়। এতে আমার দেশ পত্রিকা হামলাসহ সম্পাদক মাহমুদুর রহমান জীবনের ঝুঁকিতে রয়েছেন বলে উল্লেখ করা হয় মামলায়।

আদালত থেকে বেরিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যকে আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছি। এটি আমাকে শুধু হেয়প্রতিপন্ন নয়, বরং মব সৃষ্টির চেষ্টা; যা নিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকায় সংবাদ প্রচার করা হয়—সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রচারিত হলে একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পুলিশ ইতোমধ্যে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে  গ্রেফতার করেছে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর