Logo

গণমাধ্যম

বাবা হারালেন বাংলাদেশের খবরের জাহিদ হাসান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪

বাবা হারালেন বাংলাদেশের খবরের জাহিদ হাসান

কামাল হোসেন। ফাইল ছবি

দৈনিক বাংলাদেশের খবরের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. জাহিদ হাসানের পিতা কামাল হোসেন (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি নোয়াখালীর নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. জাহিদ হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার জোহরের নামাজের পর নোয়াখালীর চৌমুহনী কাচারি বাড়ি জামে মসজিদের সামনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে বাংলাদেশের খবরের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন, ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন ও ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর