Logo

গণমাধ্যম

মিডিয়া কাপ ব্যাডমিন্টনে প্রথম ৫০ নিবন্ধন বিনামূল্যে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

মিডিয়া কাপ ব্যাডমিন্টনে প্রথম ৫০ নিবন্ধন বিনামূল্যে

ছবি : সংগৃহীত

দেশের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত 'মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৫' টুর্নামেন্টের ৯ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের ব্যাডমিন্টন কমপ্লেক্স এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনের নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে। 

আয়োজক সংস্থা 'কুইন অব হার্টস' জানিয়েছে, প্রথম ৫০টি নিবন্ধন বিনামূল্যে গ্রহণ করা হবে। অংশগ্রহণের জন্য আগ্রহীদের ০১৯৯৯৪৯৯৭৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এবারের আসর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আগের মৌসুমগুলোর মতো এবারও দেশের গণমাধ্যমকর্মীরা ব্যাডমিন্টনের প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেবেন।

গণমাধ্যমকর্মীদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত রাখতে নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এই আসর ক্রীড়াপ্রেমী সাংবাদিকদের জন্য শুধুমাত্র প্রতিযোগিতাই নয়, বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও মানসিক প্রশান্তির একটি মাধ্যম।

এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর