Logo

গণমাধ্যম

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফখরুল-আক্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফখরুল-আক্তার

ফাইল ছবি

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিকদের সংগঠন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- এমআরএ'র নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দৈনিক আমাদের সময়ের রিপোর্টার আক্তারুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক পদে বাংলা নিউজ২৪.কমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতুল্লাহ। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অডিটোরিয়ামে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাতেন বিপ্লব।  

নির্বাচনে অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি পদে আমাদের সময়ের মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের আব্দুলাহ জুবায়ের সাইফুল, দফতর সম্পাদক পদে বাংলাফ্লোর আবু বক্কার সিদ্দিক, অর্থ সম্পাদক পদে কালবেলার মুজাহিদুল ইসলাম (অন্তু মুজাহিদ), প্রচার সম্পাদক পদে কালের কণ্ঠের আব্দুল্লাহ আল নোমান, নারী বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমকালের ফৌজিয়া ফারিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ টাইমসের আরেফিন ইমন, সাহিত্য সম্পাদক পদে আমার দেশ পত্রিকার আরমান মুজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার দেশের রিপোর্টার আশরাফুল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলানিউজ২৪.কম সাইমুন মুবিন পল্লব, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান তালহা, আপ্যায়ন সম্পাদক কালের কণ্ঠের আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন। 

১ নম্বর কার্যনির্বাহী সদস্যপদে কালবেলার এইচ এম মাহিন নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন, কালের কণ্ঠের মিরাজ উদ্দীন, বাংলাদেশ প্রতিদিনের নাজমুল ইসলাম ও নাগরিক টিভির জিহাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর